নিউজ ডেস্ক || রাজনৈতিক সভা, জনসংযোগ এবং প্রশাসনিক দায়িত্বের মাঝেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবে বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। শিবির চলাকালীন এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, মঞ্চে ভাষণরত মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জানা গেছে, চানমারি এলাকার বাসিন্দা শঞ্জিত দাস নামে এক যুবক হঠাৎ শিবিরে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্বেচ্ছাসেবকরা প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও, সেই সময় মঞ্চে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি কোনো দ্বিধা না করে ভাষণ থামিয়ে মঞ্চ থেকে নেমে অসুস্থ যুবকের কাছে ছুটে যান। নিজের চিকিৎসক পরিচয়ের সদ্ব্যবহার করে তিনি শঞ্জিত দাসের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এই ঘটনা উপস্থিত জনতার মনে গভীর রেখাপাত করেছে। একজন সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর এই তৎপরতা ও সংবেদনশীলতা সকলের মনে আবেগের জোয়ার তুলেছে। এই ঘটনার মধ্য দিয়ে ডা. মানিক সাহা প্রমাণ করেছেন, তিনি কেবল একজন দক্ষ প্রশাসকই নন, একজন সত্যিকারের মানবিক নেতাও।
এই ঘটনা সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এমন নেতৃত্বই সমাজের প্রকৃত উন্নয়নের পথ দেখায়।