মাস্টারপাড়ায় জন্ডিস রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ

1 Min Read

নিউজ ডেস্ক || পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, ডাঃ বিশাল কুমার, আজ মাস্টারপাড়াস্থ গীতা মন্দির প্রাঙ্গণে এক পর্যালোচনা ও সচেতনতা সভা করেন। এই সভাটি আগরতলা পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এবং সংশ্লিষ্ট এলাকায় জন্ডিস রোগের প্রাদুর্ভাব নিয়ে আয়োজিত হয়েছিল।

সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী সেন, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত বিশ্বাস, আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার রামেশ্বর ভট্টাচার্য, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের ডিভিশন ওয়ানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোপী মজুমদার, সদর মহকুমার ডেপুটি কালেক্টর সুবর্ণ মুরাসিং সহ বিভিন্ন দফতরের আধিকারিক এবং এলাকার জনগণ।

সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্বাস্থ্য দফতর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতর এবং আগরতলা পুরনিগমের পক্ষ থেকে জন্ডিস রোগ মোকাবিলায় যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার খোঁজখবর নেন।

জেলাশাসক সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের পাইপলাইন সংস্কার, প্রয়োজন অনুসারে নতুন পাইপ বসানো এবং পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক ও আন্ডারগ্রাউন্ড ট্যাংকের জল পুনরায় পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। তিনি স্বাস্থ্য দফতরকে রোগীদের রিপোর্ট সংগ্রহ করে সময়মতো প্রয়োজনীয় ওষুধ দেওয়ার নির্দেশও দেন। জেলাশাসক এলাকাবাসীকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন এবং জন্ডিসে আক্রান্ত রোগীদের ও তাদের পরিবার পরিজনদের সঙ্গেও মতবিনিময় করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version