মুখ্যমন্ত্রী মানিক সাহা: বিতর্ক সভা মানুষের মুক্তচিন্তা প্রসারিত করে

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেছেন, বিতর্ক সভা মানুষের মুক্তচিন্তার ক্ষেত্রকে প্রসারিত করে এবং যুক্তিতর্কের নান্দনিক উপস্থাপনা থেকে অনেক কিছু শেখা যায়। আজ আগরতলা টাউনহলে অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এক বিতর্ক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিতর্কের মূল প্রস্তাব ছিল ‘সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী’।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের বিতর্ক সভা স্কুল-কলেজ স্তরে আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন। এতে ছাত্রছাত্রীদের সাহস, আত্মবিশ্বাস এবং কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি যোগ করেন, “বিতর্ক সভার মধ্য দিয়ে ইতিহাসকে জানা, সুযোগের সদ্ব্যবহার এবং মেধার মূল্যায়ন ঘটে। আমাদের রাজ্যে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, তাদের মেধাকে কাজে লাগাতে এ ধরনের সভা অত্যন্ত সময়োপযোগী।”
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ আহ্বানকে তুলে ধরে ‘নিউ ত্রিপুরা’ গড়ে তোলার কাজে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিকশিত ভারত গড়তে সব রাজ্যকে বিকশিত করতে হবে এবং ত্রিপুরা সেই লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সামাজিক কাজের প্রশংসা করে তিনি ভবিষ্যতে এগুলো অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
এই সভা শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিতর্কের ভূমিকা তুলে ধরে। ভবিষ্যতে আরও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে রাজ্যের যুবসমাজের প্রতিভা বিকাশে অবদান রাখবে বলে আশা করা যায়।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version