মোদির মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল

2 Min Read
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে কংগ্রেস ও আরজেডি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে আজ রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও ধিক্কার সভার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি পোস্ট অফিস চৌমুহনী চত্বরে এসে জমায়েত হয়, যেখানে একটি পথসভায় দলীয় নেতারা তীব্র ভাষায় বিরোধীদের সমালোচনা করেন।
বিক্ষোভে উপস্থিত বিজেপি সাংসদ তথা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “অন্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিশোধও নেবে।” তিনি অভিযোগ করেন, ভোটে পরাজয় নিশ্চিত জেনে বিরোধীরা কুরুচিকর রাজনীতির আশ্রয় নিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে কুৎসা রটাচ্ছে। তিনি আরও বলেন, “আসল ভোটচোর হচ্ছে কংগ্রেস। জওহরলাল নেহেরুর আমল থেকে তারা ভোট চুরি করে আসছে। জনগণকে এখন সতর্ক থেকে এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী বিক্ষোভ সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “সিপিআইএম ও কংগ্রেস যে ভাষা বোঝে, সেই ভাষাতেই এবার জবাব দেবে বিজেপি।” তিনি বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, “ক্ষমতার লোভে বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষ আর তাদের ফাঁদে পা দেবে না।” তিনি জানান, বিজেপি সরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য নিরলস কাজ করছে, অথচ বিরোধীরা তা ঢাকতে অপপ্রচার চালাচ্ছে।
এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কংগ্রেস ভবনের সামনে জমায়েতের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version