মোহনপুরে নতুন বিচার ভবন: স্বচ্ছ ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি

2 Min Read

মোহনপুরে সাব ডিভিশন্যাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের উদ্বোধন: ত্রিপুরার বিচার ব্যবস্থায় নতুন মাইলফলক

নিউজ ডেস্ক || পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় নতুন সাব ডিভিশন্যাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানিয়েছেন, স্বচ্ছ, দ্রুত এবং সাশ্রয়ী বিচার ব্যবস্থা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। এই কোর্টের উদ্বোধন মোহনপুরের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হবে বলে তিনি মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এই আধুনিক কোর্ট ভবন নির্মিত হয়েছে। ত্রিপুরার ২৩টি মহকুমার মধ্যে ১৫টিতে এখন সাব ডিভিশন্যাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপিত হয়েছে, এবং মোহনপুরে এই নতুন সংযোজন ত্রিপুরার বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” তিনি জোর দিয়ে বলেন, মানুষ যাতে বিচার প্রক্রিয়ায় হয়রানির শিকার না হয় এবং দ্রুত বিচার পায়, সেটি নিশ্চিত করা হবে।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরা ও ভারতের উন্নয়ন, পরিকাঠামো, নিরাপত্তা এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “বিকশিত ত্রিপুরা ২০৪৭-এর রূপরেখা প্রকাশিত হয়েছে, এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে।” তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ত্রিপুরার জিএসডিপি ১৪.২১% বৃদ্ধি পেয়েছে, যা রাজ্যকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে স্থান করে দিয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি, মহিলা ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ কল্যাণের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে মোহনপুরের মানুষকে বিচারের জন্য আগরতলায় যেতে হতো, কিন্তু এখন এই কোর্টের মাধ্যমে স্থানীয়ভাবে বিচার পাওয়া সম্ভব হবে।”
অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ, বিচারপতি টি অমরনাথ গৌড়, মুখ্যসচিব জে কে সিনহা, এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, পুলিশের মহানির্দেশক অনুরাগ, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য সহ বিচার বিভাগের পদস্থ আধিকারিক ও বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী শেষে বলেন, “বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল, এবং আমরা একটি টিম হিসেবে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি।”
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version