সামাজিক কর্তব্য পালনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক || রক্তদান একটি মহৎ সামাজিক কর্তব্য এবং নতুন প্রজন্মকে এই দায়িত্ব পালনে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনি সংলগ্ন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, একজন মানুষের দান করা রক্তের মাধ্যমে ৩ থেকে ৪ জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। রাজ্যে রক্তের চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। ত্রিপুরা রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। তিনি সমাজের সব শ্রেণির মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, এই সংগঠন তাদের কর্মব্যস্ততার মধ্যেও রক্তদানের মতো সামাজিক কাজে অংশ নিয়েছে। এছাড়াও, সংগঠনটি মানুষকে আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও তারা এ ধরনের কাজে নিয়োজিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক গৌতম কুমার দাস। উপস্থিত ছিলেন চৈতন্য গৌড়িয় মঠ শ্রী জগন্নাথ জিউ মন্দিরের ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বি.কে. মমতা বেহেনজি, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং সমাজসেবী শ্যামল কুমার দেব।
এই রক্তদান শিবির রাজ্যে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নতুন প্রজন্মের মননে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।