আগরতলায় সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের রক্তদান শিবির ও দুর্গাপূজার সূচনা
নিউজ ডেস্ক || আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রবিবার সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি রক্তদানের মাধ্যমে মানবসেবার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর শিখা ব্যানার্জি, সমাজসেবক অমিতাভ ভট্টাচার্য এবং ক্লাবের সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
রক্তদান শিবিরের পাশাপাশি এদিন ক্লাবের আসন্ন দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করা হয় ক্লাবের লোগো উন্মোচনের মাধ্যমে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এই অনুষ্ঠান স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ক্লাবের এই মানবিক প্রয়াস সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
