রাজ্যপালের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের বৈঠক, বেআইনি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ

1 Min Read
নিউজ ডেস্ক || রবিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে রাজভবনে এক ব্যক্তিগত সাক্ষাতে মিলিত হয়েছেন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করতে নারাজ ছিলেন প্রদ্যুৎ কিশোর।
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যপালের আহ্বানে তিনি এই সাক্ষাৎ করতে এসেছিলেন। বৈঠকে রাজ্যপাল তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দিয়েছেন। তবে, আলোচনার মূল বিষয়গুলো ব্যক্তিগত বলে এড়িয়ে যান তিনি।
প্রদ্যুৎ কিশোর আরও জানান, রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ও বিভিন্ন অবৈধ কার্যকলাপ বর্তমানে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি কেবল রাজ্য নয়, গোটা দেশের জন্যই একটি গুরুতর সমস্যা। তিনি এই সমস্যার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন, “এই বেআইনি কার্যকলাপের প্রভাব ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের উপর পড়বে। আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।”
এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হলেও, প্রদ্যুৎ কিশোরের গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত এই আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version