রাণী অহল্যাবাঈর ৩০০তম জন্মজয়ন্তীতে মহিলা সশক্তিকরণের প্রতিশ্রুতি বিজেপির

নিউজ ডেস্ক || ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রদেশ শাখা পুণ্যশ্লোক রাণী অহল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই উপলক্ষ্যে শনিবার প্রদেশ কার্যালয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

রাজীব ভট্টাচার্য বলেন, “রাণী অহল্যাবাঈ হোলকার মহিলাদের কর্তৃত্ব ও সশক্তিকরণের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর আদর্শকে অনুসরণ করে আমরা বিকশিত ভারত নির্মাণের পথে এগিয়ে চলেছি।” তিনি জানান, আগামী ৩১ মে রাণী অহল্যাবাঈর জন্মদিবসটি প্রদেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।

এদিনের কর্মশালায় রাণী অহল্যাবাঈর জীবন ও কর্মের উপর আলোচনার পাশাপাশি মহিলা সশক্তিকরণের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন ও সমাজে তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version