রিয়াং ইস্যুতে মুখ্যমন্ত্রীর পক্ষে বিজেপির অটল সমর্থন, রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার জনজাতি রাজনীতিতে নতুন মোড় নিয়েছে রিয়াং সম্প্রদায়ের ঐতিহাসিক উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার বক্তব্য। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনজাতি মোর্চা এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে অটলভাবে দাঁড়িয়েছে বলে জানিয়েছে। ত্রিপুরা রাজমালার ঐতিহাসিক প্রমাণের উল্লেখ করে তারা এই দাবি করেছে যে রিয়াং গোষ্ঠী বহু আগেই বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে এই রাজ্যে স্থানান্তরিত হয়েছে।
বৃহস্পতিবার এখানকার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি জনজাতি মোর্চার নেতৃবৃন্দ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। মোর্চার এক বিশিষ্ট সদস্য জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পূর্ণ ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে। ত্রিপুরা রাজমালায় রিয়াংদের উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে তারা এই ভূমির আদি বাসিন্দাদের একটি অংশ। এটি কোনো রাজনৈতিক চক্রান্ত নয়, বরং ঐতিহ্যের স্বীকৃতি।”
তবে, এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (TTAADC) আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিপক্ষী দলগুলোর পক্ষ থেকে এটিকে ইস্যু করে অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি জনজাতি মোর্চা। সম্মেলনে তারা বলেছে, “এই অপপ্রচারের লক্ষ্য শুধুমাত্র জনজাতি ভাই-বোনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকব এবং সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিসেবে রিয়াং সম্প্রদায়ের প্রায় ১ লক্ষেরও বেশি সদস্য রাজ্যের উন্নয়ন ও স্বশাসনীয় অধিকারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার এই মন্তব্যকে বিজেপি সমর্থন করার মধ্য দিয়ে রাজ্যের জনজাতি রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আসন্ন নির্বাচনে এই ইস্যু কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে সবার নজর কেন্দ্রীভূত।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version