রেগার মজুরি বৃদ্ধির দাবিতে সরব অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

1 Min Read
নিউজ ডেস্ক || রেগা প্রকল্পে মজুরি বৃদ্ধি সহ সাত দফা দাবি নিয়ে গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গণডেপুটেশনে মিলিত হয়। এই মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ করেন।
সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল অভিযোগ করেন, বিজেপি সরকার রেগার মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। এমনকি বেকার ভাতাও সঠিক সময়ে প্রদান করা হচ্ছে না। ফলে শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”
অসংগঠিত শ্রমিক কংগ্রেসের তরফ থেকে সাত দফা দাবির মধ্যে রয়েছে— রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ নিশ্চিত করা, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, কাজের সাত দিনের মধ্যে মজুরি প্রদান এবং শ্রমিকদের জন্য উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করা। সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।
এই ডেপুটেশনের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version