নিউজ ডেস্ক || ত্রিপুরার শিক্ষা ভবনের সামনে আজ উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা, একাডেমিক ক্যালেন্ডারের সঠিক কার্যকরীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের তিন দফা দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
এদিন ছাত্র-যুবদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে এসে সমবেত হয়। তবে, প্রশাসন বিক্ষোভকারীদের শিক্ষা ভবনের প্রবেশপথে আটকে দেয়, যার ফলে আন্দোলনকারীরা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।
এক ছাত্রনেতা সাংবাদিকদের জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষার সময়সূচি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পূর্ববর্তী সেমিস্টারের ফল প্রকাশের আগেই নতুন সেমিস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে। রাজ্যের প্রায় ৩০,০০০ ছাত্র-ছাত্রী বিভিন্ন ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন, কিন্তু ইউজিসি-র নির্দেশিকা অনুযায়ী তিন মাস ক্লাসের পর সেমিস্টার পরীক্ষা নেওয়ার নিয়ম থাকলেও, কিছু কলেজে মাত্র ১০-১৫ দিন ক্লাসের পরই পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ছাত্রনেতা আরও জানান, উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা দেখা করতে অস্বীকার করেছেন। ফলে বাধ্য হয়ে এসএফআই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।