শিশুকন্যা খুনে চাঞ্চল্য, ভাই গ্রেফতার, মা জিজ্ঞাসাবাদের মুখে

2 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানার অধীন কালাভেপা নলসিং সর্দার পাড়ায় ৯ বছরের শিশুকন্যা উজ্জশিখা ত্রিপুরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় নয়া মোড় নিয়েছে তদন্ত। গতকাল পুলিশ মৃতার ভাই সাহেল ত্রিপুরা (১৮)-কে গ্রেফতার করেছে এবং মা সবিতা ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২১ মে বিকাল ৪টা থেকে উজ্জশিখা নিখোঁজ হয়। পরিবারের তরফে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন ২২ মে সকালে বাড়ির পাশের রাবার বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার বাবা-মা দাবি করেছেন, তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মনুবাজার থানার এসআই সঞ্জীব দেববর্মার নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ মৃতার ভাই সাহেলকে গ্রেফতার করে। রাতভর জিজ্ঞাসাবাদের পর মা সবিতা ত্রিপুরাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, তবে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটি প্রতিনিধি দল মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছে। পরে তারা মনুবাজার থানায় গিয়ে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্তে গতি আনতে এবং দোষীদের শনাক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version