নিউজ ডেস্ক || শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার মাস। আজ, শ্রাবণ মাসের প্রথম সোমবারে, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাস অত্যন্ত শুভ, এবং এই মাসে শিবের পুজো বিশেষ ফলদায়ী বলে মনে করা হয়। পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধির কামনায় ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, মধু, বেলপাতা, ধুতরো ফুল ও আকন্দের মালা অর্পণ করছেন।
সকাল থেকেই মন্দিরগুলিতে ভক্তদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই শিবের মাথায় জল ও দুধ ঢেলে এবং বিশেষ পুজোর মাধ্যমে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করছেন। শ্রাবণের প্রতি সোমবার এই রীতি পালনের মাধ্যমে ভক্তরা দেবাদিদেবকে তুষ্ট করার চেষ্টা করেন। আজকের এই পবিত্র দিনে শিব ও মা পার্বতীর আরাধনায় মগ্ন হয়ে ভক্তরা তাদের মনের কামনা পূরণের আশা নিয়ে মন্দিরে সমবেত হয়েছেন।
