শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দামামা, ৩ এপ্রিল থেকে শুরু প্রক্রিয়া

By onlinenews tripura 2 Min Read

নিউজ ডেস্ক || শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩ এপ্রিল তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে, জেলার ১৬টি জেলা পরিষদ আসনের জন্য ১৬ জন সদস্য, ৯৫ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং ৯৫০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো।

জেলা পরিষদের মনোনয়ন পত্র বিভিন্ন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। ১-মাইজগ্রাম সুপ্রাকান্দি, ২-রাজাটিল্লা উমরপুর, ৩-শ্রীগৌরী, ৪-শ্রীমন্ত কানিশাইল বাশাইল, ১৩-কালিগঞ্জ, ১৪-লক্ষীবাজার, ১৫-নিলাম বাজার ও ১৬-টিলাবাড়ী বান্দরকোনা আসনের জন্য মনোনয়ন পত্র শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে পাওয়া যাবে। এছাড়া, ৫-চান্দখিরা, ৬-কানাইনগর ফাকুয়া, ৭-লোয়াইরপোয়া, ৮-রাধাপ্যারী আসনের জন্য পাথারকান্দি সমজেলা আয়ুক্ত কার্যালয়ে এবং ৯-আনিপুর, ১০-ভৈরবনগর, ১১-চেরাগী, ১২-দুল্লভছড়া আসনের জন্য রামকৃষ্ণ নগর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। প্রার্থী বা তাঁর প্রস্তাবক সরকারি ছুটির দিন বাদে সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে নির্ধারিত কার্যালয়ে অনুমোদিত আধিকারিকের কাছে এটি জমা দিতে পারবেন। মনোনয়ন পত্র যাচাই হবে ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে, এবং প্রার্থীত্ব প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২ মে, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের জন্যও একই সময়সূচি ধার্য করা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে শ্রীভূমি জেলায় স্থানীয় প্রশাসনে নতুন মুখ নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version