শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবসে রাজধানীর লোকনাথ আশ্রমে ভক্তদের ঢল

1 Min Read

নিউজ ডেস্ক || আজ শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে রাজধানীর লোকনাথ আশ্রমে বিশেষ পূজার্চনা ও ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আশ্রম প্রাঙ্গণে।

সকাল থেকেই আশ্রমে শুরু হয় বিশেষ পূজার্চনার আয়োজন। প্রথমে বাল্যভোগ প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান। ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১টায় শুরু হয় মহা প্রসাদ বিতরণ, যা ভক্তদের মাঝে আনন্দের সঞ্চার করে।

এক ভক্ত জানান, “শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসে এখানে এসে মনের শান্তি পাই। তাঁর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়।” এছাড়া, গত শনিবার অরবিন্দ সোসাইটির উদ্যোগে দু:স্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের একটি বিশেষ কর্মসূচিও পালিত হয়েছে।

লোকনাথ আশ্রমে সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়। ভক্তরা জানান, এই দিনটি তাঁদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। লোকনাথ বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা তাঁর কৃপা ও আশীর্বাদ কামনা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version