সংস্কারের অভাবে বিপর্যস্ত ২০৮ নং জাতীয় সড়ক, ক্ষোভে অবরোধ স্থানীয়দের

2 Min Read

মানিকভান্ডার চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ: কাঁদায় আটকে পাথর বোঝাই লরি, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক || সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া ২০৮ নং জাতীয় সড়কের মানিকভান্ডার চৌমুহনী এলাকায় আজ চরম বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে একটি পাথর বোঝাই লরির চাকা কাঁদায় আটকে যাওয়ায় তিন দিক থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে, চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই খোয়াই-কমলপুর-কুমারঘাট সংযোগকারী এই সড়কটি বড় বড় গর্তে ভরে গেছে। সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় রাস্তার অবস্থা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। গর্তের কারণে যান চলাচলে বাধা তো আছেই, পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা।

আজকের ঘটনায় পাথর বোঝাই লরি আটকে যাওয়ার পর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চলছে, তবে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি।

স্থানীয় বাসিন্দা রমেশ দেবনাথ বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা যন্ত্রণার। প্রতিদিন গাড়ি আটকে যায়, দুর্ঘটনা ঘটে। সংস্কার না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”

জাতীয় সড়কের এই বেহাল দশা নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা জানিয়েছেন, যতক্ষণ না রাস্তার সংস্কারের আশ্বাস দেওয়া হবে, ততক্ষণ অবরোধ চলবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version