সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

By onlinenews tripura 1 Min Read

আগরতলা || আজ এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) অরুণ কুমার চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধিদল সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা’র সাথে সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় রাজ্যের রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিনিধিদলটির সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়। আলোচনায় রেলওয়ে লাইনের বৈদ্যুতিকরণের অগ্রগতি, বদরপুর থেকে সাব্রুম পর্যন্ত বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন চালু করা, সিঙ্গেল লাইন রেলওয়ে ট্র্যাককে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তর করা, আগরতলা-গুয়াহাটি ইন্টারসিটি রেল পরিষেবা চালু করা, ২৩টি রেলওয়ে ওভারব্রীজ তৈরির বর্তমান অবস্থা, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর রেল স্টেশনকে আধুনিকমানের রেল স্টেশনে পরিণত করা, আগরতলা-জম্মু, আগরতলা-পুরী এবং আগরতলা-গয়া এক্সপ্রেস ট্রেন চালু, পেঁচারথল থেকে কৈলাসহর হয়ে ধর্মনগর পর্যন্ত বিকল্প রেল লাইনের ব্যবস্থা, জিরানীয়া রেল স্টেশন থেকে বোধজংনগর এবং আরকেনগর শিল্পনগরী পর্যন্ত রেল সংযোগ, সাব্রুম রেল স্টেশন থেকে সাব্রুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত রেললাইন স্থাপন, গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু সহ সেকেরকোটে ফুয়েল স্টোরেজ ডিপো নির্মাণের অগ্রগতি এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী এবং পরিবহণ দপ্তরের যুগ্ম সচিব মৈত্রী দেবনাথ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version