নিউজ ডেস্ক || সাব্রুমের গোবিন্দ মাঠে ধান কেটে গাড়িতে তোলার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর্গাচাষী সঞ্জীব দাস (৪০)। ঘটনার খবর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে পৌঁছতেই তিনি দক্ষিণ জেলা শাসককে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বুধবার অতিরিক্ত জেলা শাসক তথা সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রয়াত সঞ্জীব দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। প্রশাসনের পক্ষ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সঞ্জীবের স্ত্রীর হাতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, এটি কেবল তাৎক্ষণিক সাহায্য নয়, ভবিষ্যতেও পরিবারের যেকোনো প্রয়োজনে প্রশাসন তাদের পাশে থাকবে।
ধান বোঝাইয়ের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সাব্রুম অঞ্চলে শোকের ছায়া নেমেছে। গ্রামীণ কৃষি শ্রমিকদের জীবনের ঝুঁকির বিষয়টি আবারও সামনে এসেছে। প্রশাসনের দ্রুত সাড়া ও মুখ্যমন্ত্রীর সংবেদনশীল হস্তক্ষেপ রাজ্যে অনুরূপ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আশার আলো দেখাচ্ছে।
