সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে উস্কানিমূলক পোস্ট: ত্রিপুরা পুলিশ গ্রেফতার করল সুদীপ দেববর্মাকে

2 Min Read
নিউজ ডেস্ক || রাজ্যে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার লক্ষ্যে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তের নাম সুদীপ দেববর্মা (৪১), যিনি খোয়াই জেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় ২০২৫ ডাব্লিউএজি১২২ নম্বর মামলাটি গত ২২ অক্টোবর তারিখে নথিভুক্ত করা হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ১৯৬, ১৯৭, ৩৫৩ এবং ৩৫১(২) অনুযায়ী দায়ের করা হয়েছে। তদন্তে প্রকাশ, অভিযুক্ত সুদীপ দেববর্মা ‘রিঙ্কি দেববর্মা’ নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে সেখান থেকে বিভিন্ন সাম্প্রদায়িক ও উস্কানিমূলক পোস্ট শেয়ার করছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল রাজ্যের জনশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা।
সাইবার ক্রাইম ইউনিটের তদন্তকারী দল প্রোফাইলটির উৎস খুঁজে বের করে জানতে পারে যে, এটি কোনও মহিলার নয়, বরং একজন পুরুষ ব্যক্তি মহিলা পরিচয়ে এই অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন। যথাযথ প্রমাণ সংগ্রহ এবং যাচাইয়ের পর আজ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালতের নির্দেশে সুদীপ দেববর্মাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা সংগঠন জড়িত কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের অপপ্রচার রোধ করা অত্যন্ত জরুরি।
এই ঘটনা ত্রিপুরায় সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version