সিকিমের উন্নয়ন যাত্রায় নতুন মাইলফলক, কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে গতি

2 Min Read

সিকিমের সার্বিক উন্নয়ন সীমান্ত অঞ্চলের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক || সিকিমের সামগ্রিক উন্নয়ন এবং সীমান্তবর্তী গ্রামগুলির অগ্রগতির লক্ষ্যে রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎকারে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের অগ্রগতি এবং সিকিমের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সীমান্তবর্তী গ্রামগুলিকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা।

বৈঠকে পরিকাঠামো, শিক্ষা, পর্যটন এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিও গুরুত্ব পেয়েছে। রাজ্যপাল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে তিনি সিকিমের চলমান উন্নয়ন প্রকল্পগুলির বিস্তারিত তুলে ধরেন। এই আলোচনা কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়কে আরও জোরদার করেছে বলে পর্যবেক্ষক মহলের মত।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে পৃথক বৈঠকে রাজ্যপাল সিকিমের নিরাপত্তা ব্যবস্থা এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মাঙ্গান জেলায় সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুর মর্মান্তিক ঘটনা উল্লেখ করে তিনি ভবিষ্যতে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এদিকে, বার্ষিক কাইলাস মানসরোভার যাত্রা শুরু হয়েছে, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উত্তরাখণ্ডের লিপুলেখ পাস এবং সিকিমের নাথুলা পাস দিয়ে এই তীর্থযাত্রায় বহু ভক্ত অংশ নেন। এই পথগুলি যথাক্রমে ১৯৮১ এবং ২০১৫ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।

উল্লেখ্য, গত মাসে সিকিম তার ৫০তম রাজ্যত্ব বার্ষিকী পালন করেছে। এই উপলক্ষে নানা অনুষ্ঠান হলেও, ২৯ মে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী মোদী সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন, যা এই অঞ্চলের জলবায়ুগত চ্যালেঞ্জগুলিকে পুনরায় সামনে এনেছে।

সিকিমের উন্নয়নের এই যাত্রায় কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version