সিন্দুরের শক্তি, তৃণমূলের ভক্তি!

নিউজ ডেস্ক ||  ‘অপারেশন সিন্দুর’-এ ভারতের অবস্থান বিশ্বের দরবারে তুলে ধরতে গঠিত সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের হয়ে অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে আলোচনা করে তৃণমূলের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম প্রস্তাব করতে বলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে, কেন্দ্র বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছিল। তবে তৃণমূলের আপত্তির পর ইউসুফ নিজের নাম প্রত্যাহার করে নেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল।”

তৃণমূলের এক বিবৃতিতে বলা হয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার এই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি ভারতের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে। তাঁর উপস্থিতি বাংলার অবস্থানের পাশাপাশি ভারতের অবস্থানকেও মজবুত করবে।” দলের নেতৃত্ব মনে করছে, অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ এই প্রতিনিধিদলে তৃণমূলের পক্ষে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।

সোমবার সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পর অভিষেক বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সবসময় কেন্দ্রের পাশে আছে। তবে আমাদের প্রতিনিধি কে হবেন, তা কেন্দ্র একতরফাভাবে ঠিক করতে পারে না।” তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৃণমূল প্রতিনিধি পাঠাতে প্রস্তুত।

উল্লেখ্য, অতীতে বাজপেয়ী সরকারের সময়েও তৃণমূল একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন। এদিকে, কংগ্রেসের তরফেও প্রতিনিধিদলে নাম পাঠানো হলেও কেন্দ্রের তালিকায় তা অন্তর্ভুক্ত হয়নি, যার জন্য কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে “রাজনৈতিক খেলা”র অভিযোগ তুলেছে।

তবে সব বিতর্কের ঊর্ধ্বে থেকে তৃণমূল জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির প্রশ্নে দলের মূলনীতিতে অটল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version