সীমান্তে গুলি, সাইবারে হানা: পাকিস্তানের নতুন ষড়যন্ত্র ফাঁস

1 Min Read

নিউজ ডেস্ক || সীমান্তে চলমান উত্তেজনার মাঝেই এবার সাইবার স্পেসে ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় সেনার অন্তত চারটি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে। এর মধ্যে রয়েছে শ্রীনগর ও রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট এবং সেনার ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইট। সোমবার রাতে নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণের ঘটনার পরই এই সাইবার হামলার চেষ্টার খবর সামনে আসে, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

পাহেলগাঁও হামলার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর আরেকটি ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। সেনা অফিসারের পরিচয়ে ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। আইএসআই এজেন্টদের ফোনালাপের অডিও রেকর্ডও হাতে এসেছে। এই চেষ্টার মধ্যে ছিল সেনার গাড়ি চলাচলের রুট, হোশিয়ারপুরে সেনা পরিবহণকারী ট্রেন এবং মুকেরিয়া, পাঠানকোট ও ভটিন্ডার সেনা সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রয়াস।

এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। বৈঠকে বিএসএফ, অসম রাইফেলস, এনএসজি, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ-সহ একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে এই বৈঠকে পাল্টা হামলার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।

এদিকে, সেনা ও পুলিশের যৌথ মহড়ার ছবি প্রকাশ্যে এসেছে, যা প্রতিরক্ষার পাশাপাশি পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতির ইঙ্গিত দেয়। সাইবার হামলা হোক বা সীমান্তে আগ্রাসন—ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী প্রতিটি ফ্রন্টে জবাব দিতে প্রস্তুত বলে সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version