সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ: একাধিক হাইকোর্টে নতুন বিচারপতির নিয়োগের পথ প্রশস্ত

2 Min Read
নিউজ ডেস্ক || ভারতের সুপ্রিম কোর্টের কলেজিয়াম ত্রিপুরা, কর্ণাটক, মাদ্রাজ এবং হিমাচল প্রদেশ হাইকোর্টে একাধিক নতুন বিচারপতির নিয়োগের সুপারিশ করেছে। এই সুপারিশগুলি হাইকোর্টগুলির বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত হয়েছে বলে জানা গেছে।
ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কলেজিয়াম সুপারিশ করেছে। ২০০১ সালে জুডিশিয়াল অফিসার হিসেবে যোগদান করেন বিচারপতি পালিত এবং ২০২৩ সালে তিনি ত্রিপুরা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এই নিয়োগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এদিকে, কর্ণাটক হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি কুরুবারাহল্লি ভেঙ্কটরামারেড্ডি অরবিন্দকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব কলেজিয়ামের বৈঠকে অনুমোদিত হয়েছে। এছাড়া, কর্ণাটক হাইকোর্টে তিনজন বিচার বিভাগীয় অফিসার—গীতা কদবা ভারতরাজা সেট্টি, মুরলিধারা পাই বরকাট্টে এবং ত্যাগরাজ নারায়ণ ইনাভল্লি—কে বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবও মঞ্জুর করা হয়েছে। এই নিয়োগগুলি কর্ণাটক হাইকোর্টের বিচার ব্যবস্থায় নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে।
মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মরত নি. সেঞ্চিলকুমার এবং জি. আরুল মুরুগানকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবও কলেজিয়াম মঞ্জুর করেছে। এই সুপারিশ দুজন অভিজ্ঞ বিচারপতির দক্ষতা ও অভিজ্ঞতাকে স্বীকৃতি দেয়।
অন্যদিকে, হিমাচল প্রদেশ হাইকোর্টে দুই অভিজ্ঞ আইনজীবী জিয়া লাল ভরদ্বাজ এবং রমেশ বর্মাকে বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাঁদের আইনি ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা এই হাইকোর্টের বিচার প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই সিদ্ধান্তগুলি ভারতের বিচার ব্যবস্থায় নতুন শক্তি সঞ্চার করার প্রতীক। সরকারের অনুমোদনের পর এই নিয়োগগুলি কার্যকর হবে বলে জানা গেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version