সেচ ব্যবস্থার দাবিতে সারা ভারত কৃষক সভার আন্দোলন

By onlinenews tripura 1 Min Read

নিজস্ব প্রতিনিধি || রাজ্যের কৃষকদের চরম ক্ষতির মুখ থেকে বাঁচাতে সারা ভারত কৃষক সভা ৮ দফা দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে। মঙ্গলবার সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল সার্কাস হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জলসম্পদ উন্নয়ন দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেয়।

সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের প্রায় ৮০ শতাংশ সেচ ব্যবস্থা অকেজো হয়ে রয়েছে, যার ফলে কৃষকদের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিকবার সরকারের কাছে সেচ প্রকল্প চালু করার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ত্রিপুরার কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান, শাকসবজি-সহ কৃষিপণ্য ব্যাপকভাবে নষ্ট হয়েছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় সেচব্যবস্থার সংকট আরও প্রকট হয়েছে। কৃষকদের স্বার্থে জরুরি ভিত্তিতে সেচ প্রকল্প সচল করার দাবি জানান তিনি।

এই আন্দোলনের মূল দাবি অন্তর্ভুক্ত করেছে—সেচ প্রকল্প চালু করা, ক্ষতিগ্রস্ত সেচব্যবস্থার মেরামত, কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও কৃষি উপকরণের মূল্যহ্রাস। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি দাবি পূরণ না করা হয়, তাহলে আরও বড় আন্দোলনে যাবে কৃষকরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version