স্মার্ট সিটি মিশনে আগরতলা শহরে ৬২টি প্রকল্পের কাজ সম্পন্ন: মুখ্যমন্ত্রী

By onlinenews tripura 1 Min Read

আগরতলা || স্মার্ট সিটি মিশনে আগরতলা শহরের জন্য ৬৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। যার মধ্যে এখন পর্যন্ত ৬২টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ৩টি প্রকল্পের কাজ এখনও চলছে। আজ বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায় আনিত দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। দৃষ্টি আকর্ষনী নোটিশটি উত্থাপন করে বিধায়ক গোপালচন্দ্র রায় আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা, পয়ঃপ্রণালীর ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট সিটি মিশনে আগরতলা শহরের জন্য ৫৪১০৪ কোটি টাকা ব্যয় বরাদ্দ ছিল। এর মধ্যে কেন্দ্রীয় শেয়ার হিসেবে ৪৯০ কোটি টাকা এবং রাজ্য শেয়ার হিসেবে ৫১০৪ কোটি টাকা ছিল। ৯৬.১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত লিচুবাগান থেকে নতুন এয়ারপোর্ট টার্মিনাল পর্যন্ত ৪ লেন রাস্তা, ৩২.৩১ কোটি টাকা ব্যয়ে এমবিবি কলেজ লেইকের পুনরুজ্জীবন এবং ৭.৬৪ কোটি টাকা ব্যয়ে চিলড্রেনস পার্ক উন্নয়নের কাজগুলি এখনও চলছে। এই কাজগুলি এবছরের মে মাসের মধ্যে সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। উল্লেখ্য, স্মার্ট সিটি মিশনটি আগামী ৩০ জুন, ২০২৫ এ শেষ হবে। এই আলোচনায় বিধায়ক সুদীপ রায় বর্মণও অংশগ্রহণ করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version