নিউজ ডেস্ক || রাজধানী দিল্লিতে হনুমান জয়ন্তীর পবিত্র দিনে উন্নয়ন ও প্রগতির নতুন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার সকালে দিল্লির কারোল বাগে অবস্থিত সঙ্কট মোচন ধাম, সিদ্ধ হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি রাজধানীর জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এই উপলক্ষ্যে তিনি দিল্লির উন্নয়নের জন্য তাঁর সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
পুজোর পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “হনুমান জয়ন্তীতে সমগ্র দেশে এক উৎসাহের ঢেউ বইছে। এই শুভ দিনে দিল্লিতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং আমি সেগুলোতে অংশগ্রহণ করব। আমি প্রার্থনা করি, হনুমানজির আশীর্বাদে দিল্লি আরও সমৃদ্ধ হোক। আমাদের সরকার রাজধানীর উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।”
হনুমান জয়ন্তীর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও তাঁর প্রতিশ্রুতি দিল্লিবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর এই বার্তা রাজধানীর উন্নয়নের পথে এক নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করছেন অনেকেই।