হর ঘর তিরঙ্গা: বিশালগড়ে স্বাধীনতার উৎসবে দেশপ্রেমের জাগরণ

1 Min Read

নিজস্ব প্রতিনিধি || ৭৯তম ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে, বিশালগড় মহকুমা শাসকের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় এক বর্ণাঢ্য “হর ঘর তিরঙ্গা” শোভাযাত্রা ও পথ র‌্যালির আয়োজন করা হয়। এই উৎসবমুখর র‌্যালিতে উপস্থিত ছিলেন ১৬ বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, স্থানীয় চারটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

শোভাযাত্রাটি বিশালগড়ের রাস্তায় জাতীয় পতাকার সমারোহে মুখরিত হয়ে ওঠে, যেখানে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে পড়ে। এই উপস্থিতিতে বিধায়ক সুশান্ত দেব তাঁর বক্তৃতায় বলেন, “আমাদের আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগ্রত করতে হবে। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি।”

এই র‌্যালি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও দেশভক্তির জোয়ার সৃষ্টি করেছে, এবং “হর ঘর তিরঙ্গা” অভিযানের মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তা আরও জোরালো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version