নিউজ ডেস্ক || শনিবার সকালে হাঁপানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি টিফিনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চারটি দোকানে। আগুনের লেলিহান শিখায় দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ঘটনার খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তবে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক ধারণা, সিলিন্ডার বিস্ফোরণই এই অগ্নিকাণ্ডের মূল কারণ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।