কাশ্মীরে মোদী সরকারের বড় সাফল্য, হুরিয়তের সঙ্গে যুক্ত আরও দুই গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদ ত্যাগ
নিউজ ডেস্ক || জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের মেরুদণ্ড ভেঙে দিতে আরও একধাপ এগোল মোদী সরকার। এবার হুরিয়তের সঙ্গে যুক্ত দুই গোষ্ঠী—জম্মু ও কাশ্মীর তাহরিকি ইস্তেকলাল এবং জম্মু ও কাশ্মীর তাহরিক-ই-ইস্তেকামাত—বিচ্ছিন্নতাবাদ ত্যাগ করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়ে বলেছেন, “কাশ্মীর উপত্যকা থেকে আরেকটি দুর্দান্ত খবর এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি নতুন ভারতে তারা আস্থা রেখেছে।”
তিনি আরও বলেন, “মোদী সরকারের অধীনে বিচ্ছিন্নতাবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং ঐক্যের জয়গান কাশ্মীর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।”
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই মোদী সরকার বিচ্ছিন্নতাবাদ নির্মূলে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে বহু বিচ্ছিন্নতাবাদী সংগঠন অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণ পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেন্দ্র সরকারের বড় সাফল্য এবং কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।