নিউজ ডেস্ক || দীপাবলির পবিত্র দিনে রাজ্যের প্রধান শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখে চোখ কপালে উঠল। ভোর হতেই হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে উপস্থিত হলেন মন্দির চত্বরে, ফলে গোটা উদয়পুর শহর মায়ের আরাধনায় মুখরিত হয়ে উঠল।
দীপাবলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মন্দিরে বিশেষ আয়োজনের আয়োজন করা হয়েছিল। ভোর থেকে শুরু হল বিশেষ পূজা-অর্চনা, হোম-যজ্ঞ এবং দীপ প্রজ্জ্বলনের ধুম। পুণ্য লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমালেন এই পবিত্র শক্তিপীঠে।
ভোর ৪টায় মন্দিরের গেট খুলে দেওয়া হলেই প্রথম প্রহরে চত্বরে জড়ো হতে লাগলেন ভক্তরা। হাতে ফুল, প্রসাদ, মাটি ও তেলের প্রদীপ নিয়ে পূজার লাইনে দাঁড়ালেন হাজারো মানুষ। দীপাবলির শুভ মুহূর্তে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী ভক্তদের উপস্থিতি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দীপাবলির দিনে দর্শনার্থীদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেশি ছিল। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য চত্বরে অতিরিক্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছিল। ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ে ভক্তদের নিরাপদ দর্শনের ব্যবস্থা করা হয়েছে।
