১২৯ বছরের অলৌকিক জীবনযাত্রার অবসান: প্রয়াত যোগগুরু স্বামী শিবানন্দ সরস্বতী

2 Min Read

নিউজ ডেস্ক || দেশের প্রবীণতম যোগী ও পদ্মশ্রী সম্মানিত স্বামী শিবানন্দ সরস্বতী আর নেই। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যর সুন্দরলাল হাসপাতালে ১২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৮৯৬ সালের ৮ আগস্ট অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন এই মহান যোগসাধক। তাঁর জীবনযাত্রা শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের তিন বছর আগে। এমনকি শৈশবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও সময় কাটিয়েছিলেন তিনি।

স্বামী শিবানন্দের জীবন ছিল সরলতা ও সংযমের প্রতীক। নিয়মিত যোগব্যায়াম, সংযত আহার এবং নির্লোভ জীবনযাপনের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন এই অসাধারণ দীর্ঘায়ু। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লাঠির সাহায্য ছাড়াই সাবলীলভাবে হাঁটাচলা করতেন। ২০১৯ সালে কলকাতার দুটি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষায় তাঁকে ‘সম্পূর্ণ সুস্থ’ ঘোষণা করা হয়েছিল।

আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী গ্রহণের সময় তাঁর সাষ্টাঙ্গ প্রণামের ভিডিও দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। “আমি সবার মধ্যেই শিবকে দর্শন করি,” বলে জানিয়েছিলেন এই মহান সাধক।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, “ভারতের সনাতন যোগ সাধনায় বর্তমান বিশ্বের বিস্ময় পুরুষ যোগগুরু পদ্মশ্রী স্বামী শিবানন্দ জী ১২৯ বছর বয়সে পরলোকে যাত্রা করেছেন। যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে দীর্ঘ জীবন লাভের অনুপ্রেরণা হয়ে তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।”

দেশ-বিদেশে অসংখ্য অনুগামী রেখে অমৃতলোকে চলে গেলেন এই মহান যোগী। তাঁর জীবন ও সাধনা ভারতের যোগ ঐতিহ্যের এক অমর কাহিনী হয়ে থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version