নিউজ ডেস্ক || ২০২৩ সালের অবৈধ প্রবেশ সংক্রান্ত মামলার তদন্তে বুধবার ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কুমারঘাট, কৈলাসহর ও উত্তর জেলার সীমান্ত অঞ্চলে রাজ্য পুলিশের সহায়তায় এই তল্লাশি চালানো হয়।
এনআইএ দল গত ১০ নভেম্বর ত্রিপুরায় পৌঁছে তদন্ত শুরু করে। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে জারি বিবৃতিতে জানানো হয়, “এনআইএ তাদের পুরনো মামলার স্বাধীন তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেছে। ত্রিপুরা পুলিশ শুধু প্রয়োজনীয় লজিস্টিক ও জনবল সহায়তা দিয়েছে; রাজ্যের কোনো স্বতন্ত্র তদন্ত এতে জড়িত নয়।”
এই অভিযান উত্তর-পূর্ব সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জকে সামনে আনে। এনআইএ-র তদন্ত এগোলে জাল নেটওয়ার্ক উন্মোচিত হতে পারে, যা আন্তঃসংস্থা সমন্বয় ও সীমান্ত সতর্কতা জোরদার করার গুরুত্ব তুলে ধরবে।
