২৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক || লক্ষাধিক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ রায়ে শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের নির্দেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ জারি করে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এটি কার্যকর করার সময়সীমা বেঁধে দিয়েছে। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা বিতর্কিত ডিএ বকেয়া মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে নির্ধারিত হয়েছে।
এর আগে, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়, ডিএ কোনো দান নয়, বরং এটি রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করে। রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করে যে, বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
রাজ্য সরকারি কর্মচারীরা ‘স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ জয়েন্ট ফোরাম’-এর ব্যানারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল ডিএ এবং তার বকেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত ৪ শতাংশ ডিএ ঘোষণা করলেও, যৌথ ফোরাম এটিকে ‘চোখে ধুলো দেওয়া’ বলে সমালোচনা করে। তাদের মতে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এখনও ৩৬ শতাংশ ডিএ-র ব্যবধান রয়ে গেছে।
অন্যদিকে, ডিএ বকেয়া পরিশোধ না করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ‘স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন’ আদালত অবমাননার মামলা দায়ের করে। হাইকোর্ট রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা দাখিল করে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়, কেন তাদের বিরুদ্ধে অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে না।
সুপ্রিম কোর্টের এই নির্দেশকে রাজ্য সরকারি কর্মচারীরা অন্তর্বর্তী স্বস্তি হিসেবে দেখছেন। তবে, পূর্ণাঙ্গ বকেয়া পরিশোধ এবং কেন্দ্রের সঙ্গে ডিএ-র সমতা আনার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জয়েন্ট ফোরাম জানিয়েছে।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version