৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার তেলিয়ামুড়ায়

1 Min Read

নিউজ ডেস্ক || আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) তেলিয়ামুড়ায় একটি বড়সড় নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে। গতকাল একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। এই অভিযানে দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আসাম রাইফেলসের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্র থেকে খবর পেয়ে তেলিয়ামুড়ায় পুলিশ ওই গাড়িটির উপর নজর রাখে এবং অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে। আটককৃত দুই ব্যক্তি হলেন আসামের হাইলাকান্দির বাসিন্দা দিলবর হুসেন এবং করিমগঞ্জের বাসিন্দা মোঃ জুবের আহমদ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিদের আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে আসাম রাইফেলসের নিরলস প্রচেষ্টার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version