৭৩তম বি.এন. মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি চূড়ান্ত

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা পুলিশ আয়োজিত ৭৩তম বি.এন. মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট (পুরুষ ও মহিলা) ২০২৫-এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগরতলা এবং গোমতী জেলার মতাবাড়ি ব্লকের চন্দ্রপুর সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে। উদয়পুরে মোট ১৬টি ম্যাচ খেলা হবে।

টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে গোমতী জেলার জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি), মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), এবং পল্লী উন্নয়ন দফতরের (আরডি) সহকারী প্রকৌশলী (জেই) সহ অন্যান্য কর্মকর্তারা একটি প্রস্তুতিমূলক পরিদর্শন সম্পন্ন করেছেন।

প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-এর পরিচালক বি.এন. মল্লিকের নামে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি ভারতের পুলিশ ক্রীড়া ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ দলগুলি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version