নিউজ ডেস্ক || ত্রিপুরা সিভিল সার্ভিস (TCS) ২০২৪ ব্যাচের নবনিযুক্ত আধিকারিকদের ছয় মাসব্যাপী ইনডাকশন প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সমাপ্তি অধিবেশনে তিনি নতুন আধিকারিকদের কর্মজীবনের জন্য শুভকামনা জানান এবং তাঁদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে থাকেন TCS পর্যায়ের আমলা আধিকারিকরা। এই ক্ষেত্রে কাজ করতে হবে দায়িত্ব নিয়ে।” তিনি আরও জানান, সরকার মানুষের জন্য নীতি নির্ধারণ করে এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু এই নীতি ও পরিকল্পনাগুলোকে সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে TCS আধিকারিকদের ওপর।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন আধিকারিকদের উদ্দেশে বলেন, তাঁদের কাজের মাধ্যমে সরকারের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তিনি আধিকারিকদের সততা, নিষ্ঠা এবং জনকল্যাণের প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান।
এই সমাপ্তি অধিবেশনটি নবনিযুক্ত TCS আধিকারিকদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা প্রশাসনিক দক্ষতা, নীতি বাস্তবায়ন এবং জনসেবার বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য তাঁদের মধ্যে নতুন উদ্যম ও দায়িত্ববোধ জাগিয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আমলা, প্রশিক্ষক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রীর বক্তৃতা নতুন আধিকারিকদের মধ্যে জনসেবার প্রতি উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদী।